সিনেমাটি দুঃখের ছিল

পাঁচমিশালী কৌতুক August 23, 2017 1,115
সিনেমাটি দুঃখের ছিল

১ম গরু : জানিস, সেদিন ঘাস খেতে গিয়ে ভুল করে একটি সিনেমার টিকিট খেয়ে ফেলেছি!


২য় গরু : তাতে কী হয়েছে?


১ম গরু : আর বলিস না, একটু পর দেখি চোখ দিয়ে পানি পড়ে!


২য় গরু : কেন? পানি পড়বে কেন?


১ম গরু : বোধহয় সিনেমাটি দুঃখের ছিল!