এইচএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল মঙ্গলবার

পড়াশোনা নিউজ August 21, 2017 2,183
এইচএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল মঙ্গলবার

চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের (এইচএসসি) পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ফল আগামীকাল মঙ্গলবার প্রকাশিত হবে।


সোমবার ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এই তথ্য জানা গেছে।


জানা গেছে, আবেদনকারীদের পরীক্ষার উত্তরপত্র যাচাই বাছাই করে পুনঃনিরীক্ষণের ফল তৈরি করেছে শিক্ষা বোর্ডগুলো। চলতি বছর ১০টি শিক্ষাবোর্ডে প্রায় দেড় লাখ শিক্ষার্থী প্রায় তিন লাখ পত্রের জন্য আবেদন করেছেন। গত বছরের তুলনার এবার আবেদনকারীর সংখ্যা বেড়েছে প্রায় ২৫ হাজার। আর পত্রের সংখ্যা বেড়েছে ৪৩ হাজারের বেশি।


প্রসঙ্গত, গত ২৩ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। এ বছরের উচ্চ মাধ্যমিকে ১০ বোর্ডে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ। যা গতবারের তুলনায় ৫ দশমিক ৭৯ কম। এবার জিপিএ ৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬ জন। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি শিক্ষাবোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন।