মার্কিন টেক জায়ান্ট গুগলের নতুন অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড ও’ উন্মুক্ত হচ্ছে আজ। এই অপারেটিং সিস্টেমটি নিয়ে অনেক দিন ধরেই পরীক্ষামূলকভাবে চালাচ্ছিল গুগল।
জানা গেছে, নিউইয়র্কে আজ সোমবার এক লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ‘অ্যান্ড্রয়েড ও’ নামে নতুন অপারেটিং সিস্টেম উন্মোচন করা হবে। গুগলের এই অপারেটিং সিস্টেমে সবচেয়ে বড় যে পরিবর্তন আসছে সেটি হলো ‘পিকচার ইন পিকচার মোড’।
এই মোডের মাধ্যমে ছবি দেখার পাশাপাশি অন্য পেজ খুলেও কাজ করা যাবে। এ ছাড়া আইকনেও আসবে কিছু পরিবর্তন।
আজ উন্মুক্ত হলেও এখনই ব্যবহারকারীরা তাদের ফোনে ‘অ্যান্ড্রয়েড ও’ এর আপডেট পাবেন না।