বুধবার চাঁদ দেখা গেলে ২ সেপ্টেম্বর ঈদুল আজহা

ইসলামিক সংবাদ August 20, 2017 2,464
বুধবার চাঁদ দেখা গেলে ২ সেপ্টেম্বর ঈদুল আজহা

বাংলাদেশের আকাশে আগামী ২৩ আগস্ট বুধবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। ওই দিন চাঁদ দেখা গেলে আগামী ২ সেপ্টেম্বর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।


রোববার আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক আবদুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সব আবহাওয়া পর্যবেক্ষণাগারকে আগামী ২৩ ও ২৪ আগস্ট ২০১৭ তারিখে ১৪৩৮ হিজরি সনের জিলহজ মাসের নতুন চাঁদের পর্যবেক্ষণ গ্রহণের নির্দেশ দেওয়া হলো।


পর্যবেক্ষণের তথ্য টেলিফোন ও ইন্টারনেটের মাধ্যমে ঝড় সতর্কীকরণ কেন্দ্র, ঢাকায় প্রেরণ করতে বলা হয়েছে। আগামী ২৩ আগস্ট চাঁদ দেখার নির্ধারিত সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ৭টা পর্যন্ত এ পর্যবেক্ষণ অনুষ্ঠিত হবে।


প্রসঙ্গত, ইসলামিক ফাউন্ডেশনও ওদিন চাঁদ দেখা কমিটির বৈঠকে বসবে। তবে আরবি চলতি মাসের হিসাব করে আগেই বলা হয়েছিল, ২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।


- রাইজিংবিডি