একটু স্টার জলসাটা দিবেন

পাঁচমিশালী কৌতুক August 20, 2017 1,475
একটু স্টার জলসাটা দিবেন

তপু টিভি রুমে বসে চুপচাপ টিভি দেখছে। হঠাৎ করে তপুর আপুর ননদের আগমন-


বেয়াইন : কী করেন ভাইয়া?


তপু : একটু খেলা দেখতেছি। বসবেন?


বেয়াইন : না থাক, ঠিক আছে।


তপু : আরে বসেন তো!


একপর্যায়ে মেয়েটি আমতা আমতা করতে থাকলো-

তপু : আরে বলেন তো। এতো আমতা আমতা করেন কেন?

বেয়াইন : আসলে ভাইয়া ব্যাপারটা হচ্ছে-


তপু : ব্যাপারটা কী?


বেয়াইন : ভাইয়া, আসলে বলবো?


তপু : এতো ভাইয়া ভাইয়া করেন কেন? সমস্যা নাই। আমরা আমরাই তো, বলে ফেলেন।


বেয়াইন : হুম। একটু স্টার জলসাটা দিবেন প্লিজ? নাটকটা শেষ হয়ে যাবে। একটু যদি দেখতে পারতাম।