v ব্যাচেলর সমাজ আছে বলেই এখনো ঘোড়া... থুক্কু মুরগি ডিম পাড়ে, দেশে প্রচুর পরিমাণে আলুর উত্পাদন হয়। কারণ আলুর বর্তা এবং ডিম দিয়ে পৃথিবীর সবচেয়ে শর্টকার্ট স্টাইলের রান্না-বান্না একমাত্র ব্যাচেলররাই করে থাকেন।
v ব্যাচেলররা এখনো জীবিত বলেই ডিজিটাল এই যুগে মোমবাতি নামক বস্তুটি পাওয়া যায়। কারণ লোডশেডিং হলে এই মোমবাতি ব্যাচেলর সমাজে সব চেয়ে বেশি ব্যবহূত হয়।
v ব্যাচেলর বাহিনী থাকার কারণে দেশের জনসংখ্যা এখনো নিয়ন্ত্রণে রয়েছে। তাঁরা যদি সবাই একযোগে ব্যাচেলর ডিগ্রি বিসর্জন দিয়ে দুচেলর আইমিন বিয়ে করে ফেলে একবার ভেবে দেখুন দেশের জনসংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে!
v ব্যাচেলররা বেঁচে আছেন বলেই এখনো পাত্র-পাত্রী ম্যারেজ মিডিয়া বিভাগটি চালু রয়েছে।
v একমাত্র ব্যাচেলরদের কারণে আজ বুয়া নামক গোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা বিদ্যমান রয়েছে।