এক বদমেজাজি লোক মেজাজ খারাপ করে রাস্তায় দাঁড়িয়ে আছে। এমন সময় এক পথচারী পাশ দিয়ে যাচ্ছিল…..
পথপচারী: এই যে ভাই, কয়টা বাজে?
বদমেজাজি: প্রচন্ড জোরে ঘুষি মেরে, একটা। (ঘুষি খেয়ে পথচারী লোকটিকে হাসতে দেখে)
পথচারী: এটা আনন্দের হাসি, এক ঘন্টা পূর্বে যদি আপনাকে জিজ্ঞাসা করতাম, কয়টা বাজে, ওরে বাপ, অনেক বেঁচে গেছি।