এতো ভালোবাসা কোত্থেকে আসে?

পাঁচমিশালী কৌতুক August 17, 2017 1,078
এতো ভালোবাসা কোত্থেকে আসে?

এক থুত্থুরে বুড়ো তার বন্ধুর বাড়ি বেড়াতে গেছে। রাতে যখন তারা খেতে বসেছে; তখন বন্ধুর বউয়ের প্রতি ভালোবাসা দেখে বৃদ্ধ টাসকি খেয়ে যায়। কারণ বন্ধু তার বউকে বলে, ‘জান এইটা দিয়ে যাও, ময়না পাখি ওটা করো!’


বৃদ্ধ : কি রে, এই বয়সেও বউরে জান, ময়না, এতো আদর করে ডাকোস? বুড়া বয়সে এতো ভালোবাসা কোত্থেকে আসে? ক্যামনে কী?


বন্ধু : আরে ঝাড়ু মারি তোর ভালোবাসায়! ৫ বছর হলো হেতির নাম ভুলে গেছি! ভয়ে জিগাই না, জিগাইলেই মাইর-টাইর দিতে পারে! এই কারণে মুখ দিয়ে যা আসে তা-ই ডাকি!