ফেসবুকের তুমুল ঝড়। আর ঝড় এসেছে আরব থেকে। ঝড়ের নাম আজ সবার জানা ‘সারাহা ডট কম’! সম্প্রতি এই এই ঝড়ে আক্রান্ত গোটা ফেসবুক প্রজন্ম। সকাল, দুপুর, বিকেল, রাত একের পর সারাহা ডট কমের আপডেট।
বেনামি চিঠি পেয়ে কেউ আনন্দে হাবুডুবু, তো কেউ ফিরছেন নস্ট্যালজিয়ায়। পুরনো প্রেম থেকে, নতুন প্রেম, বিরহ সব চলছে সারাহাতে। তা এই সারাহা আসলে কী? কোথা থেকেই বা এল উড়ে।
> আরব দেশেই শুরু হয় এই সারাহা কাণ্ড। আর আরবি ভাষায় সারাহা কথার অর্থ ‘সততা’।
> আরবি ভাষাতেই প্রথম শুরু হয় এই সারাহা। তারপর তুমুল জনপ্রিয়তার জন্য নানা ভাষায় শুরু হয়ে যায় এই সারাহা।
> প্রথম সপ্তাহেই প্রায় ২ কোটি মানুষ ব্যবহার শুরু করেন এই অ্যাপের।
> তবে প্রথমে মূলত যুক্তরাষ্ট্রের দেশগুলিতেই এই অ্যাপ ব্যবহার হলেও, পরে অবশ্য গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এই সারাহা।
> সারাহার জনপ্রিয়তা বেড়ে যাওয়ার পর রটে গিয়েছিল এই অ্যাপ নাকি আসলে ফেসবুক প্রোফাইল হ্যাক করার নতুন পদ্ধতি। তবে সারাহা থেকেই জানিয়ে দেওয়া হয়েছে, এটি একেবারেই গুজব!
- ইন্টারনেট