বল্টুর একবার বিজ্ঞানী হওয়ার খুব শখ হলো! সে একটি তেলাপোকা নিলো গবেষণার জন্য। সে তেলাপোকার একটা পা কাটলো আর বললো, ‘হাঁটো’!
তেলাপোকাটি কষ্ট নিয়ে স্বাভাবিক নিয়মে জান বাঁচাতে হাঁটতে লাগলো। এরপর সে আরও একটি পা কাটলো এবং বলল ‘হাঁটো’!
তেলাপোকাটি এবারো অনেক কষ্টে হাঁটতে লাগলো। এভাবে বল্টু সবগুলো পা কাটলো এবং বললো, ‘হাঁটো’!
তেলাপোকাটি আর হাঁটতে পারলো না! তারপর বল্টু ঘোষণা দিলো- ‘সবগুলো পা কেটে ফেলার পর তেলাপোকা আর কানে শুনতে পায় না!’