বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন ফুটবল সুপারস্টার নেইমার। কিন্তু কেন? বিশ্বের বাঘা বাঘা ফুটবল বিশেষজ্ঞরা যখন কারণ অনুসন্ধান করতে ব্যর্থ, সেখানে হাস্যরস সর্বদলীয় তদন্ত কর্তৃপক্ষ অনুসন্ধান করে পেয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যদিও বাস্তবের সঙ্গে মিল নেই, কিন্তু হতাশ হবেন না।
নেইমারের এখন দুই সন্তান। বার্সেলোনা থেকে যে পারিশ্রমিক পান, সেটা দিয়ে তাঁর সন্তানদের ভরণপোষণ সম্ভব হয় না, তাই বাধ্য হয়ে পিএসজিতে যোগ দিয়েছেন। আসলে বাবা সন্তানের জন্য সব করতে পারেন।
বার্সেলোনাকে বলা হয় ভিনগ্রহের ফুটবল দল। হয়তো নেইমার নিজ গ্রহরের মায়া ছাড়তে পারেননি। তাই বাধ্য হয়ে ভিনগ্রহের ফুটবল দল বার্সেলোনা ছেড়ে নিজ গ্রহের পিএসজিতে যোগ দিয়েছেন।
অনেকে জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া হয়ে সাগরে ট্রলারে করে ইতালি হয়ে ফ্রান্স যায়। যেহেতু স্পেন থেকে ফ্রান্স যেতে জীবনের ঝুঁকি নেই, তাই হয়তো ফ্রান্স যাওয়া অর্থাৎ বার্সেলোনা থেকে ফ্রান্সের পিএসজিতে যাওয়ার সুযোগ হাত ছাড়া করেননি নেইমার।
আজকাল অনেকে কোম্পানির প্রচারের জন্য অনেক কিছু করে। হয়তো নিজের ব্যক্তিগত কোম্পানির প্রচারের জন্য নেইমার পিএসজিতে গেছেন।