একটি মাছ হত্যার দায়ে ১২০ দিনের জেল

সাধারন অন্যরকম খবর July 29, 2017 1,022
একটি মাছ হত্যার দায়ে ১২০ দিনের জেল

একটি পোষা মাছ হত্যার দায়ে ১২০ দিনের জন্য জেলে যেতে হয়েছে জুয়ান ভেগা নামের এই ব্রিটিশ নাগরিককে। এক নারীর সঙ্গে ঝগড়া করে রাগের মাথায় তার পোষা মাছটিকে মেরে ফেলেন তিনি।


প্রাণীর প্রতি এমন নিষ্ঠুরতা প্রদর্শনের শাস্তি হিসাবে জেলে যেতে হয়েছে জুয়ানকে।


বেশ কিছু দিন আগের ঘটনা এটি। জানা গেছে, জুয়ান ওই নারীর সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন।


এক পর্যায়ে তিনি নিজেকে সামলাতে পারেননি। নিয়ন্ত্রণ হারান নিজের ওপর।


ওই নারীর ৯ বছর বয়সী ছেলেটি পুলিশকে জানায়, জুয়ান তাদের বাড়ির পোষা মাছটিকে হত্যা করেছেন।


পরে আদালতে প্রসিকিউটর বলেন, মাছটিকে হত্যা করার ঘটনা ঘটেছে। যা শিশুটিকে মানসিক আঘাত দিয়েছে। পরে তাকে ১২০ দিনের জেল দেওয়া হয়।