ফক্স ৪ নিউজ চ্যানেলের লাইভ খবর সম্প্রচারিত হওয়ার সময় হঠাৎ ক্যামেরায় ধরা পড়ল কিছু একটা রিপোর্টারের কাঁধ থেকে বাঁ হাত বেয়ে নেমে আসছে। জুম করতেই বোঝা গেল, রিপোর্টারের বাঁ হাত বেয়ে নেমে আসছে একটা বড় মাকড়সা!
মাকড়সাটি যখন রিপোর্টারের কাঁধে দেখা গেল তখন অনেকেই তটস্থ হয়ে ওঠেন! এখনই হয়তো ভয়ে চিৎকার করবেন রিপোর্টার। না শেষ পর্যন্ত তিনি চিৎকার করেননি।
এ ঘটনায় অনেকেই অবাক হয়েছেন তার নিলিপ্ততা দেখে। রিপোর্টার কি মাকড়সার উপস্থিটি টের পাননি? ফেইসবুকে তার এক ফলোয়ারের এমন প্রশ্নের জবাবে শ্যানন জানান, হাতে কিছু একটা তিনি তখনই অনুভব করেছিলেন। কিন্তু সেটা যে একটা মাকড়সা তা তিনি ফেইসবুক দেখেই জানতে পারেন।
ঘটনাটি ঘটেছে বুধবার সকালে টেক্সাসের ফক্স ৪ নিউজ চ্যানেলের একটি খবরের শো ‘গুড ডে’র লাইভ অনুষ্ঠানে।
রিপোর্টারের দায়িত্বে ছিলেন শ্যানন মারে। সে দিনের শো-এর সেই দৃশ্য দেখে অনেকে আঁতকে উঠলেও নিজের দায়িত্ব ঠিকই পালন করেন রিপোর্টার।