ঝড় থেকে বাঁচার দোয়া

পাঁচমিশালী কৌতুক July 27, 2017 1,118
ঝড় থেকে বাঁচার দোয়া

আকাশে ঝড়ের কবলে পড়েছে উড়োজাহাজ। এয়ার হোস্টেস এসে জিজ্ঞেস করল : ঝড় থেকে বাঁচার দোয়া কেউ জানেন?


মন্টুর বাপ হাত তুলল : আমি জানি, ম্যাম!


বিমানবালা : তাহলে আপনি দোয়া পড়তে থাকেন, স্যার! বাকি সবাই লাইফ জ্যাকেট পাবেন। আমাদের লাইফ জ্যাকেট একটা কম আছে তো...