ছেলেদের যে গুণগুলি মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে

লাইফ স্টাইল July 27, 2017 3,001
ছেলেদের যে গুণগুলি মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে

জীবনের প্রথম প্রেম সবার কাছেই স্মরনীয় হয়ে থাকে। প্রথম প্রেমের কোন নির্দিষ্ট বয়স নেই তবে অনেকের ক্ষেত্রেই খুব কম বয়সে প্রথম প্রেম এসে থাকে। প্রথম প্রেম হতে পারে কোন বাল্য বন্ধু, হতে পারে গৃহশিক্ষক বা স্কুলের শিক্ষক বা শিক্ষিকা, হতে পারে বয়সে বড় কোন আপু, হতে পারে কোন ফিল্মের নায়ক বা নায়িকা, হতে পারে পাড়ার কোন হ্যান্ডসাম তরুনী বা বড়ভাই। কারো কারো ক্ষেত্রে আবার জীবনের প্রথম প্রেমই একমাত্র প্রেম।


প্রথম দেখাতেই এই ধরনের প্রেমের সূত্রপাত। এ ধরনের প্রেম অনেক ক্ষেত্রেই একতরফা হয়। ছেলেদের ক্ষেত্রে এ ধরনের প্রেম বেশি দেখা যায়। প্রথম দেখাটা হতে পারে কোন বিবাহ



অনুষ্ঠানে, শপিং মল, কলেজ, ভার্সিটি, কোচিং সেন্টারে, স্যারের বাসায়, বন্ধু আড্ডায়। এমনকি বন্ধুর মোবাইলে ছবি দেখেও প্রেমের শুরু হতে পারে। প্রেমে প্রায় অবধারিতভাবেই তৃতীয় পক্ষের (বন্ধুকূল বা বড়ভাই) সাহায্যের দরকার পড়ে।


প্রেম তো সবাই করেন। কিন্তু এটা কি জানেন ছেলেদের কোন স্বভাব মেয়েদের সবচেয়ে বেশি ভালোলাগে? তাহলে এখনই জেনে নিন ছেলেদের এমন কয়েকটিটি গুণ, যা মেয়েদের পছন্দ-


১) স্বাধীনচেতা- শুধু নিজে স্বাধীন মনোভাবের হলেই হবে না। সঙ্গীকেও স্বাধীনতা দেওয়ার মনোভাব থাকতে হবে।


২) ভালো শ্রোতা- নিজে কথা বলে যাবে আর সঙ্গীর কথা শুনবে না, এমন ছেলে মেয়েরা পছন্দ করে না। মেয়েরা সেই সমস্ত ছেলেদের পছন্দ করে, যারা সঙ্গীর কথাও মন দিয়ে শোনে।


৩) সোশ্যাল আইকিউ


৪) সেন্স অফ হিউমার


৫) সুন্দর চেহারা- সুন্দর চেহারা সবাই পছন্দ করে।


৬) অনুভূতিপ্রবণ- অনুভূতি থাকা খুবই দরকারি। অনুভূতি না থাকলে সঙ্গীর কষ্ট দুঃখ, ভালোলাগা অনুভব করতে পারবে না।


৭) উচ্চাকাঙ্খী- উচ্চাকাঙ্খা না থাকলে জীবনে উন্নতি করা যায় না। তাই মেয়েরা উচ্চাকাঙ্খী ছেলেদের সঙ্গী হিসেবে পেতে চায়।


৮) উত্‌সাহী- মেয়েরা উত্‌সাহী ছেলেই পছন্দ করে।


৯) নিরাপত্তা- যার কাছে মেয়েরা নিরাপদ অনুভব করবে, তার সঙ্গেই সম্পর্ক তৈরি করতে চাইবে।