মধুর সাথে যা সেদ্ধ করে খেলেই কমবে মেদ!

সাস্থ্যকথা/হেলথ-টিপস July 26, 2017 921
মধুর সাথে যা সেদ্ধ করে খেলেই কমবে মেদ!

রোগা হওয়ার জন্য তো অনেক কিছু ট্রাই করছেন। কখনও ছুটছেন জিমে। কখনও যোগব্যয়াম করছেন বা ডায়েট কন্ট্রোল করছেন। তবুও শরীরে মেদ যা তাই। কিন্তু জানেন কি? আপনার রান্নাঘরে এমন কিছু রয়েছে, যা দিয়ে ঝটপট মেদ কমাতে পারবেন।


যদি ভেবে থাকেন লেবু, উষ্ণজল ও মধু খাওয়ার কথা বলছি। তাহলে আপনি একেবারেই ভুল করছেন। বরং এবার উষ্ণজলে দারচিনি ও মধুর কথা বলছেন চিকিৎসকরা। কীভাবে বানাবেন?


একটা পাত্রে পানি নিন। ভালো করে ফুটিয়ে নিন পানি। ফুটন্ত পানিতে কয়েকটা দারচিনি ফেলে দিন। ফের ফোটাতে থাকুন। পাত্রে রাখা পানি ঠান্ডা হতে দিন। এরপর পানির মধ্যে দু’চামচ মধু মিশিয়ে নিন। ব্যস তৈরি আপনার মেদ কমানোর পানীয়।


এই মিশ্রণটি সকালে এবং বিকেলে একবার করে পান করুন। আর অবশ্যই রাতে শোয়ার আগে পান করুন। বিশেষজ্ঞরা বলছেন, এক সপ্তাহের মধ্যে পরিবর্তন চোখে পড়বেই!