দৃশ্যটি বাংলাদেশের গ্রামের দৃশ্য। কৃষক- কৃষাণী ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত। গ্রামের এমন দৃশ্য চোখে পড়বে এই সময় গ্রামে গেলে। এখন বোরো ধান ওঠা শুরু হয়েছে। গ্রামের মাঠে মাঠে ধান কাটার ধুম পড়ে গেছে। আর ধান কাটার পর খোলায় ধান মাড়ার এমন দৃশ্য এখন গ্রামের প্রতিটি ঘরে ঘরে। ধান মাড়ানো এমন দৃশ্য সত্যিই এক চমৎকার দৃশ্য।