ইংরেজি শিক্ষার আসর - ২৮তম পর্ব

অনলাইনে পড়াশোনা July 25, 2017 2,182
ইংরেজি শিক্ষার আসর - ২৮তম পর্ব

● So what? – তাতে কি?


● Who cares! – কার কি যায় আসে!


● I don’t care! – আমি পরোয়া করি না


● I suppose so. – আমারও তাই মনে হচ্ছে।


● How about – কেমন হয়?


● You got/Mhm it? – তুমি বুঝতে পেরেছো?


● How so – তা কি করে হয়?


● How else – আর কিভাবে?


● In my opinion –আমার মতে


● I don’t mind. – আমি কিছু মনে করি না


● Who knows! – কে জানে।


● Absolutely not - একেবারে না।


● Get lost - বিদায় হোন।


● No way - কোন ভাবেই না।


● I’d rather not - আমি বরং চাই না।


● I don’t want to - আমি চাই না।


● I shall not be able to come - আমি আসতে পারব না।


● Thanks for asking but I’m busy - জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ কিন্তু আমি ব্যস্ত আছি।