এক নারী বাসে সিট না পেয়ে বলছে. . .
নারী : আমাকে যদি সিটে বসতে দেন, তাহলে আমি দেখাবো কোথায় আমার অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনটা হয়েছিল।
সঙ্গে সঙ্গে কিছু ছেলে সিটে জায়গা করে দিলো। নারীটি জানালার পাশে বসে আছে। এবার ছেলেটি বলছে. . .
ছেলে : এখন দেখাবেন কি, আপনার অপারেশনটি কোথায় হয়েছিল?
বাস একটি হাসপাতালের কাছে এলে নারীটি সঙ্গে সঙ্গে বলে উঠলো. . .
নারী : ওই তো, ওখানেই হয়েছিল।