ভবিষ্যতে যাদের সঙ্গে সেলফি তোলা হতে পারে

মজার সবকিছু July 24, 2017 1,476
ভবিষ্যতে যাদের সঙ্গে সেলফি তোলা হতে পারে

বাংলাদেশে শাহরুখ খানের সঙ্গে সেলফি তুলতে আগ্রহী আমজনতা অনেক বেশি। এতটাই বেশি যে শাহরুখ খান হয়তো নিজের সেলফি দেখলে বলতেন, এ কেমন শাহরুখ?


তো যাই হোক, শাহরুখ খানের সঙ্গে সেলফি তোলার খায়েশ মেটাবার পর আমজনতা আরো কয়েকজনের সঙ্গে সেলফি তুলতে পারে বলে জানিয়েছে হাস্যরস কর্তৃপক্ষ। আসুন তা পড়ে নিই।


মশা

নানা কারণে মশা এখন দেশব্যাপী আলোচনায়। বলতে পারেন, তারা এখন সেলিব্রেটি। তো, সেই সেলিব্রেটি মশার সঙ্গে সেলফি তোলার সুযোগ আশা করি কেউ হাতছাড়া করবে না।


রাস্তার পানি

কয়দিন পর শীতকাল চলে আসবে। ইচ্ছে থাকা সত্ত্বেও রাস্তায় পানি দেখা যাবে না। তাই শীতে বরফ হওয়ার আগেই রাস্তার পানিসহ সেলফি তোলা ছবি ভাইরাল হয়ে যেতে পারে।


ডাস্টবিন

আমরা খুব পরিষ্কার-পরিচ্ছন্ন। এতটাই পরিষ্কার-পরিচ্ছন্ন যে রাস্তার পাশের ডাস্টবিনে আবর্জনা ফেলে ডাস্টবিন নোংরা করি না। তো, সেসব পরিষ্কার ডাস্টবিনের সঙ্গে সেলফি তুলে অনেকে ভাইরাল হতে চাইবে।


পাশের বাসার আন্টি

পরীক্ষার রেজাল্টের আগে নানাভাবে টিজ করেন পাশের বাসার আন্টি। আজকে রেজাল্ট বের হওয়ার পর অনেকেই আন্টির সঙ্গে ভি চিহ্ন দিয়ে সেলফি তুলবে। ফলাফল আন্টি সেলফি ভাইরাল।