ডুবে মরতে বসা শিশু হরিণের প্রাণ বাঁচাল কুকুর

সাধারন অন্যরকম খবর July 24, 2017 1,284
ডুবে মরতে বসা শিশু হরিণের প্রাণ বাঁচাল কুকুর

নাম তার স্টর্ম। একে চিনে নিন। আদুরে এই কুকুরটি যে অন্যদের জীবন বাঁচাতে পারে তার সুস্পষ্ট প্রমাণ রেখেছে। এর আগেও মালিকের জীবন বাঁচানোর বেশ কিছু কাহিনী আমরা দেখেছি। কিন্তু এবার স্টর্ম পানিতে ডুবে মরতে বসা একটা হরিণের প্রাণ বাঁচাতে বিন্দুমাত্র দ্বিধা করলো না।


গোটা ঘটনাটি ঘটলো যখন স্টর্মের মালিক মাইক ফ্রিলে তাকে নিয়ে একটু হাঁটতে বেরোলেন। নিউ ইয়র্কেই তাদের বাস। সৈকতে হাঁটতে হাঁটতে স্টর্ম খেলা করতে করতে এগোচ্ছিল।


হঠাৎ করেই শুরু হলো তার অ্যাকশন। সে ঝাঁপ দিল পানিতে। একটু পর মুখে আলতো করে ধরে একটি শিশু হরিণকে তুলে আনলো। ঠিক যেভাবে কুকুর তার বাচ্চাকে ধরে আনে।


সৈকতে এনে কেবল থেমেই থাকলো না স্টর্ম। মৃতপ্রায় হরিণের প্রাণ ফেরাতে আরো কিছু করতে থাকলো। তার পায়ে নিজের পা দিয়ে ঝাঁকি দিতে থাকলো। যেন জীবনটা না চলে যায়।


হরিণটির শরীর চেটে দিতে থাকলো। তবে খুব দ্রুত চলে এলো স্ট্রং আইল্যান্ড অ্যানিমেল রেসকিউ সার্ভিস। স্টর্মের অ্যাকশন অনেকেই ধারণ করেছেন ক্যামেরায়।


চিকিৎসায় পুরো সুস্থ হয়ে উঠেছে হরিণটি। প্রাণ বাঁচানো স্টর্মে প্রতি সে নিশ্চয়ই কৃতজ্ঞতা প্রকাশ করবে কোনভাবে।