আমাদের প্রত্যেকেরই রয়েছে ভিন্ন স্বাদ ও রুচি। তাই নিজের সুগন্ধির গন্ধের ক্ষেত্রেও একেক জনের একেকরকম পছন্দ কাজ করে। তবে আপনি কিছু পদ্ধতি জেনে নিলে গন্ধের সুবাদে চিনে নিতে পারবেন আপনার বিপরীতে যিনি আছেন তার ব্যক্তিত্ব সম্পর্কে।
আমাদের আজকের এই প্রতিবেদন থেকে চলুন জেনে নেওয়া যাক সুগন্ধির ভিন্ন স্বাদ ও রুচির ওপর ভিত্তি করে সামনের মানুষটির সম্পর্কে-
১। নারীদের সাধারনত পছন্দ স্নিগ্ধ সুগন্ধি। তাই বাজারের চলতি পারফিউমের মধ্যে ভ্যানিলা, হোয়াইটমাস্ক জাতীয় সুগন্ধি কোমল হৃদয়ের পরিচয় দেয়।
২। গোলাপ ও ব্ল্যাককারেন্ট রোমেন্টিকতার পরিচয় দেয়।
৩। যারা আত্মবিশ্বাসী তারা কারডামাম, ল্যাভেন্ডার ও সিনামল জাতীয় সুগন্ধির প্রতি আসক্ত হয়ে থাকে।
৪। লেমন, সেডার, ওকমস, ম্যানডারিন যারা খুবই প্রাণবন্ত তারা সাধারনত এই ধরনের পারফিউম খুবই পছন্দ করেন।
৫। তীব্র গন্ধ যুক্ত সুগন্ধি দৃঢ় মনোবলের পরিচয় দেয়।
৬। যেই সকল সুগন্ধির গন্ধ খুবই হাল্কা ও মিষ্টি হয়, সেই সুগন্ধি ব্যবহারকারী খুবই দয়ালু স্বভাবের হয়ে থাকে।