চোখের সামনে মৃত্যু! যে অদ্ভুত খাবারগুলি খেতে চেয়েছিলেন আসামীরা

সাধারন অন্যরকম খবর July 20, 2017 1,789
চোখের সামনে মৃত্যু! যে অদ্ভুত খাবারগুলি খেতে চেয়েছিলেন আসামীরা

মাঝে মধ্যেই আমরা মজা করে বলে থাকি, ‘মরার আগে শেষ খাওয়া!’ তবে মজা হলেও এর পিছনে রয়েছে যথাযোগ্য কারণ৷পৃথিবীর প্রায় সব দেশেই মৃত্যুর সাজাপ্রাপ্ত আসামীদের শেষ ইচ্ছা জানতে চাওয়া হয়৷ সেখানে বেশির ভাগ ক্ষেত্রেই নিজের প্রিয় কোনও খাবার খেতে চান আসামীরা৷ রক্ষাও করা হয় তার শেষ ইচ্ছা৷তবে জানেন কি এই রীতির ফলে এমন অনেক আসামীই রয়েছে যারা মৃত্যুর আগে কিছু অদ্ভুত খাবারের আবেদন করেছে৷


ভিক্টর হ্যারি ফেগুয়ের: ১৯৬৩, ১৫ মার্চ ওয়াশিংটনে ফাঁসি দেওয়া হয়েছিল ভিক্টরকে। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা ছিল বীজসহ একটা জলপাই খাওয়ার। তবে তার পিছনে ছিল উদ্ভট কারণ৷ ভিক্টরের ধারনা ছিল একদিন তার মৃতদেহের জলপাইয়ের বীজ থেকে বড়গাছ হবে আর সেটা হবে শান্তির প্রতীক৷


রিকি রে রেক্টর: পুলিশ অফিসার সহ একজনকে খুনের দায়ে ১৯৯২, ৪২ বছর বয়সে বিষাক্ত ইঞ্জেকশনের মাধ্যমে হত্যা করে শাস্তি দেওয়া হয় রিকিকে৷ মৃত্যুর আগে সে খেতে চায়- স্টেক, ফ্রায়েড চিকেন, চেরি কুল-এড নামক পানীয় ও পেকান পাই নামে আমেরিকার একটি মিষ্টি৷ তবে আশ্চর্যের বিষয় হল সেই মিষ্টি সে খায়নি৷ কারারক্ষীদের একজনকে বলেছিল এই মিষ্টি সে পরে খাবে৷


জন্স ওয়েন: ধর্ষণ, খুন সহ মোট ৩৩ টি মামলার দোষী সাব্যস্ত হয়েছিল জন্স৷ ১৯৯৪ বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে হত্যা করা হয় তাকে। কেএফসি-র ম্যানেজার এই ব্যক্তি মৃত্যুকালে খেতে চেয়েছিল কেএফসি-র ‍ফ্রায়েড চিকেন বাকেট, ফ্রেঞ্চ ফ্রাই, ১২ টি ভাজা চিংড়ি এবং এক পাউন্ড স্ট্রবেরি।


টিমোথি মাগপাই: ওয়াকুলহামা সিটিতে বোমা বিস্ফোরণ ঘটানোর অপরাধে ২০০১ সালে বিষাক্ত ইঞ্জেকশনের মাধ্যমে হত্যা করা হয় টিমোথিকে। ১৬৮ টি খুনের অভিযোগে অভিযুক্ত টিমোথি মৃত্যুর আগে সে দু’পাউন্ড মিন্ট চকোলেট ফ্লেভারের আইসক্রীম খেয়েছিল।


টেড বান্ডি: নৃশংস এই আমেরিকান সিরিয়াল কিলার ধর্ষণ, মৃতদেহের সাথে সঙ্গম, জেল থেকে পালান-র মতো ৩৫ টিরও বেশি খুনের অভিযোগে মৃত্যুদণ্ডের আদেশ পায়। ১৯৮৯ সালের ২৪ জানুয়ারি ফ্লোরিডায় বৈদ্যুতিক চেয়ারের বসিয়ে তাকে হত্যা করা হয়। বান্ডি মৃত্যুর আগে স্টেক, ডিম, মাখন ও জেলিসহ ব্রাউন টোস্ট, জুস এবং দুধ খেতে চেয়েছিল। কিন্তু খাবার পরিবেশনের পরে সে কিছু খাবে না বলে জানিয়ে দেয়৷


জেমস এডওয়ার্ড স্মিথ: মৃত্যুর আগে এক ময়লা খাবার ইচ্ছা প্রকাশ করেছিল জেমস। অনুমান, পিশাচ তত্ত্বে বিশ্বাসী ছিল সে৷ ফলে কোন গোপন চর্চার জন্যই ময়লা খেতে চেয়েছিল৷যদিও মৃত্যুর আগে তার শেষ এই ইচ্ছা পূরণ করা হয়নি। -কলকাতা২৪