ডোনাট খেতে ভালোবাসে সব বয়সী মানুষই। বিশেষ করে শিশুদের পছন্দের তালিকায় এক নম্বরে রয়েছে এই ডোনাট।
চাইলে ঘরে বসেই তৈরি করতে পারেন মজার স্বাদের চকোলেট ডোনাট। চলুন জেনে নেই রেসিপি-
উপকরণ : দুধ আধা কাপ, চিনি এক কাপ, ইস্ট এক চা চামচ, ময়দা তিন কাপ, মাখন দুই টেবিল চামচ, ডিম একটা, সয়াবিন তেল পরিমাণমতো, লবণ পরিমাণমতো, চকলেট সস পরিমাণমতো।
প্রণালি : দুধ হাল্কা গরম করে তাতে লবণ, চিনি ও ইস্ট দিয়ে ঢেকে গরম জায়গায় ২০-২৫ মিনিট রেখে দিতে হবে।
ডিম, ময়দা ও মাখন এ মিশ্রণের সঙ্গে মিশাতে হবে। মাখানো ময়দা ৪৫ মিনিট একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এবার মোটা করে বেলে ডোনাট কাটার দিয়ে কেটে নিতে হব। ২০-২৫ মিনিট রেখে ফুলে উঠলে গরম ডুবো তেলে ভেজে নিতে হবে, ঠান্ডা হলে চকলেট সসে ডুবিয়ে নিতে হবে।