এক কৃপণ লোকের ঘরে মেহমান এলো. . .
কৃপণ : কী খাবেন? ঠান্ডা না গরম?
মেহমান : ঠান্ডা।
কৃপণ : প্রাণ আপ নাকি জুস?
মেহমান : প্রাণ আপ।
কৃপণ : গ্লাসে খাবেন নাকি বোতলে?
মেহমান : গ্লাসে।
কৃপণ : নরমাল গ্লাসে না ডিজাইনওয়ালা গ্লাসে?
মেহমান : ডিজাইনওয়ালা গ্লাসে।
কৃপণ : কী ডিজাইন, ফুলের নাকি ফলের?
মেহমান : ফুলের ডিজাইন।
কৃপণ : কী ফুল, গোলাপ না বেলি?
মেহমান : গোলাপ ফুলওয়ালা।
কৃপণ : বড় বড় গোলাপ ফুলওয়ালা নাকি ছোট ছোট গোলাপওয়ালা?
মেহমান : ছোট ছোট।
কৃপণ : সরি, আপনাকে তাহলে আমি আর প্রাণ আপ খাওয়াতে পারলাম না। কারণ আমার ঘরে ছোট ছোট গোলাপের ডিজাইনওয়ালা কোন গ্লাস নেই! ধন্যবাদ আবার আসবেন!