বিছানার পাশে রাখুন এক টুকরো লেবু!

টুকিটাকি টিপস July 16, 2017 1,554
বিছানার পাশে রাখুন এক টুকরো লেবু!

একটা ছোট্ট লেবু এত কিছু করতে পারে? শুনতে অবাক লাগলেও, ঘটনাটি সত্যি৷ একটা লেবুর গুণ অসীম৷ বলা ভালো লেবুর রসের মধ্যেই রয়েছে প্রচুর গুণ৷ ছোটোখাটো শরীর খারাপ থেকে শুরু করে সুস্থ থাকার সব গুণই রয়েছে লেবুর মধ্যে৷


রাতে শোওয়ার সময় বিছানার পাশে একটা পাতিলেবু কেটে রেখে দিন৷ যারা ঘুমের অসুবিধায় ভুগছেন, তাদের খুব কাজে দেবে এই লেবু ৷


১। ঠান্ডা লেগেছে? লেবুর টুকরো পাশে রেখে ঘুমোতে যান৷ দেখবেন সকালে সর্দি একেবারে ঠিক হয়ে গেছে৷


২। মানসিক চাপে ভুগছেন? একটা লেবু নিয়ে শুকতে থাকুন৷ ভালো ফিল করবেন৷ স্ট্রেস দূর করার ব্যাপারে লেবু প্রচুর কাজ দেয়৷


৩। ঘরকে সতেজ রাখতে ঘরের এক কোণায় লেবুর টুকরো রাখুন৷ ঘরটা নিমেষেই ফ্রেশ হয়ে উঠবে৷


৪। কারও যদি হাইপারটেনশন থাকে, তাহলে লেবুর গন্ধ নিতে পারেন৷ ব্লাড প্রেসার নিয়ন্ত্রণেও কাজে দেয় লেবু।


৫। লেবু ও লবঙ্গ একসঙ্গে ঘরে রেখে দিন, পোকামাকড় আসবে না৷


৬। শ্বাসকষ্টের অসুখে যারা ভুগছেন, শোয়ার সময় বালিশের পাশে এক টুকরো লেবু রেখে দিন৷ উপকার পাবেন ৷