মাই ফাদার রচনা

পাঁচমিশালী কৌতুক July 16, 2017 1,274
মাই ফাদার রচনা

বাবুলের ছেলে ইংরেজিতে পুরাই কাঁচা। গোজামিল দিয়ে ইংরেজি মেলায়। বহু কষ্টে ‘মাই ফ্রেন্ড’ রচনা মুখস্থ করতে না পেরে পরীক্ষার হলে নকল নিয়ে গেল। কিন্তু পরীক্ষায় আসলো ‘মাই ফাদার’ রচনা।


এটা দেখে সে ঠিক করল রচনা তো রচনাই। ‘ফ্রেন্ড’ এর জায়গায় ‘ফাদার’ লাগালেই হবে। যেই ভাবা সেই কাজ, তাই সে লেখা শুরু করল. . .


‘আই অ্যাম ভেরি ফাদারলি পারসন। আই হ্যাভ লটস অফ ফাদারস। সাম অফ মাই ফাদারস আর মেল অ্যান্ড সাম আর ফিমেল। মাই ট্রু ফাদারস মাই নেইবার।’