কিশোরের কান থেকে বের হল এক গাদা পোকা!

সাধারন অন্যরকম খবর July 14, 2017 1,120
কিশোরের কান থেকে বের হল এক গাদা পোকা!

কানে ভীষণ ব্যথা ছিল ছেলেটার৷ আর সহ্য করতে না পেরে চিকিৎসকের কাছে গিয়েছিল৷ টর্চ দিয়ে কানের ভিতরে পরীক্ষা করে দেখে অবাক চিকিৎসকরা৷ কিশোরের কানের ভিতরে বাসা বেঁধেছে একগাদা পোকা৷


প্রত্যেকটি দিব্যি ঘুরে বেড়াচ্ছে সেখানে৷ আর এর জন্যই যন্ত্রণায় কাতরাচ্ছে কিশোরটি৷ পোকাগুলো না বের করলে এভাবেই যন্ত্রণা পেতে হবে কিশোরকে৷ তাই তৎক্ষণিকভাবে পোকাগুলো বাইরে বের করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ কান পরিষ্কার করার যন্ত্র দিয়ে একটি একটি করে পোকা বের করতে শুরু করেন তিনি৷ ভিডিওতে তুলে রাখা হয় এই দৃশ্য৷


অবশ্য মানুষের কানের ভিতরে এভাবে পোকামাকড় ঢুকে যাওয়ার ঘটনা নতুন নয়৷ কিছুদিন আগেই এমন ঘটনার সাক্ষী হয়েছিলেন বেঙ্গালুরুর বাসিন্দা লক্ষ্মী৷ বারান্দায় ঘুমোতে গিয়ে তার কানের ভিতরে প্রবেশ করেছিল একটি আস্ত মাকড়সা৷ সেক্ষেত্রে অবশ্য লক্ষ্মীর কানের ভিতরে ওষুধ প্রয়োগ করায় নিজে থেকেই বেরিয়ে এসেছিল মাকড়সাটি৷


অন্যদিকে, কাজাখস্তানের কিশোরের পরিস্থিতি আরও গুরুতর ছিল৷ কারণ তার কানের ভিতরের পোকাগুলো ছিল খুবই ছোট৷ তাই খুব সাবধানে একটি একটি করে সেগুলি বের করতে হয়েছে চিকিৎসকদের৷