ঝুলে থাকলেই লম্বা হয় না

পাঁচমিশালী কৌতুক July 13, 2017 1,431
ঝুলে থাকলেই লম্বা হয় না

একটা মেয়ে ফ্যানের সঙ্গে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিল। পল্টু সেটা জানালা দিয়ে দেখেই চিৎকার করে বলল-


পল্টু : মানুষ শুধু ঝুলে থাকলেই লম্বা হয় না, মামণিকে বল ভালো কিছু খাওয়াতে।