বকুল বিয়ে করেছে। বউকে বাসায় নিয়ে আসার পর থেকেই বউয়ের মনটা খুব খারাপ। এই দেখে বকুলের মা বকুলের বউকে বলছে-
মা : বউমা, তুমি একদমই মন খারাপ করবা না। বাবা-মা ছাইড়া আসছো তো কি হইছে? মনে করবা আমি তোমার মা, আর তোমার শ্বশুরকে মনে করবা তোমার বাবা। আজ থেকে আমরাই তোমার বাবা-মা।
বকুল সেদিন অফিস থেকে বাসায় ফিরে কলিং বেল চাপছে। বকুলের বউ দরজা খুলেই খুশিতে লাফ দিয়ে বলছে-
বউ : আম্মা, আম্মা, ভাইয়া অফিস থেকে আইসা পড়ছে।