আপনি কি জানেন আপনার সঙ্গিনী সম্পর্কে অনেক কথাই বলে দেয় তার আঙুল। বিশেষ করে ডান হাতের আঙুলের দিকে নজর দিলেই আপনি বুঝে যেতে পারেন তার যৌন চাহিদা সম্পর্কে। মূলত চোখ রাখতে হবে তর্জনী ও অনামিকা বা রিং ফিংগারের দিকে। দেখুন এ দুটি আঙুলের মধ্যে কোনটি বড়, নাকি দুটোই সমান। এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এই তথ্য।
যদি আপনার পার্টনারের তর্জনী ও মধ্যমা দুটি আঙুল সমান হয়, তাহলে জানবেন আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনার প্রতি খুবই বিশ্বস্ত। আর এক্ষেত্রে আপনার যৌন জীবন হয়ে উঠবে মধুর। অন্যদিকে, অনামিক যদি বড় হয়, তাহলে তার প্রতারণা করার প্রবণতা বেশি থাকে। সেক্ষেত্রে যৌনজীবন সুখের হয় না। নানা সমস্যা তৈরি হতে পারে।
গবেষণায় দেখা গিয়েছে মায়ের গর্ভে থাকাকালীন যারা বেশি মাত্রায় টেস্টোস্টেনের সংস্পর্শে আসে তাদের রিং ফিংগার বড় হয়। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে হয়েছে এই সংক্রান্ত গবেষণা। এক গবেষক জানিয়েছেন, এরকম অনেক চিহ্ন দেখেই ছেলে কিংবা মেয়ের চরিত্র সম্পর্কে বলা যায়। তার মধ্যে এই আঙুলের দৈর্ঘ্য অন্যতম। -কলকাতা২৪