ভূরি ভূরি A+ পাওয়ার যুগে...
ছাত্র : ওই রিকশা, টিএসসি যাইবা?
রিকশাওয়ালা : হ মামা যামু। তয় একটা প্রশ্ন আছে।
ছাত্র : কী প্রশ্ন?
রিকশাওয়ালা : মামা আপনে কি ছাত্র?
ছাত্র : হুম। কেন?
রিকশাওয়ালা : আপনে কি A+ পাইছেলেন?
ছাত্র : SSC-তে পাইছিলাম, কিন্তু HSC-তে পাই নাই, ৪.৮ আসছিল।
রিকশাওয়ালা : ধুর মিয়া...সাইড লন। A+ পান নাই, A+ ছাড়া আমি আমার রিকশায় লই না।