গুগল ম্যাপসের নতুন এই সুবিধাটি জানলে আপনি আর আইন ভাঙবেন না

ইন্টারনেট দুনিয়া July 11, 2017 1,418
গুগল ম্যাপসের নতুন এই সুবিধাটি জানলে আপনি আর আইন ভাঙবেন না

পথের দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি এবার কোন রাস্তায় কত বেগে গাড়ি চালানো যাবে, তাও জানাবে গুগল ম্যাপস। এ জন্য ‘স্পিড লিমিট’ নামের ফিচারও চালু করেছে গুগল। নতুন এই সুযোগ চালুর ফলে অচেনা শহরে গাড়ি চালানোর সময় আইন ভঙ্গ হবে না চালকদের।


প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো বে এরিয়া ও ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে ফিচারটি ব্যবহার করা যাবে। শিগগিরই বিভিন্ন শহরে ফিচারটি ব্যবহারের সুযোগ মিলবে। গত বছর থেকে বিশ্বের বিভিন্ন দেশে ফিচারটির কার্যক্রম পরীক্ষা করেছিল গুগল। আইওএস ও অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার বা মোবাইল ফোনে এই সুবিধা মিলবে।