কলাগাছের খোঁজে

মজার সবকিছু April 18, 2016 1,874

কলাগাছের খোঁজে


: এই যে হ্যালো, সমস্যা কী আপনার?


: জি জনাব, সমস্যা বিশেষ কিছু না।


: অনেকক্ষণ ধইরা দেখতেছি আপনে আমার দিকে তাকায়া আছেন। মতলব তো ভালো ঠেকতেছে না!


: আপনার ধারণায় কিঞ্চিত ভুল আছে।

আমি আসলে ঠিক আপনার দিকে তাকাই নাই। আপনার হাত- পায়ের আঙুলগুলা দেখতেছিলাম।


: হাত-পায়ের আঙুল দেখতেছিলেন মানে? আঙুল আবার দেখার কী হইল?


: না মানে, আমার স্ত্রীর হঠাৎ ইচ্ছা হয়েছে, কলাপাতা দিয়া পিঠা বানাবে। এ জন্য আমাকে কলাপাতা জোগাড় করে নিয়ে যেতে বলল। আমি কলাপাতার সন্ধানে নেমেছি।


: ফাইজলামি করেন, মিয়া? কলাপাতার সাথে আমার আঙুলের সম্পর্ক কী?


: জনাব মনে হয় রেগে যাচ্ছেন। হঠাৎ রাগ করা কিন্তু

স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর।


: ধুর মিয়া! ফাউ প্যাঁচাল বাদ দিয়া আসল কথা বলেন।


: জি, অবশ্যই বলব। আসলে হয়েছে কী, অনেক খোঁজাখুঁজি করেও কোনো কলাগাছের সন্ধান পাই নাই। এদিকে এলাকার লোক আবার বলাবলি করে, অবৈধ ব্যবসা করে আপনার নাকি আঙুল ফুলে কলাগাছ হয়েছে। তাই ভাবলাম, আপনার কাছে গেলে হয়তো কলাপাতা পাওয়া যাবে। কিন্তু এখন দেখি, আপনার হাত-

পায়ের আঙুলগুলা আমাদের মতোই!


দেখেন দেখি, কী মুশকিল হয়ে গেল! এখন আমি কলাপাতা কই পাই?