নোয়াখাইল্যা ভাষায় অনুবাদ:
শি ইজ লুকিং অ্যাট মি- হেতি আঁর মুই রেনি রইছে।
হোয়াটস আপ?- ভাইছা, খবর কিয়া?
হারি আপ- ছোত কর।
ইট ইজ রেইনিং- ঝই অর।
দ্য মুন গিবস আস লাইট- চাঁন আংগোরে হ’র দেয়।
হি টেলস এ লাই- হেতে মিছা অতা কয়।
হোয়াট ডু আই ডু?- আঁই কিত্তাম?
আই শ্যাল নট গো- আঁই যাইতান্ন।
মে আই কাম ইন, স্যার?- ছার, আঁই হান্দাইতামনি?
হোয়াট আর দে ডুয়িং?- হেতারা কিয়ারের?
হোয়ার আর ইউ ফ্রম?- তুঁই কোনান তুন আইছ?
বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই- হইক আশশনে উয়ে।
দ্য সান রাইজেজ ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট- সূর্য হুব মুই উডে আর হসসুম মুই ডুবে!