একসঙ্গে বিয়ের প্রস্তাব

পাঁচমিশালী কৌতুক July 10, 2017 1,147
একসঙ্গে বিয়ের প্রস্তাব

এক রাজপুত্রের অদ্ভুত এক রোগ ছিল। সে বছরে শুধু একটা শব্দ বলতে পারতো। কোনো বছর সেই শব্দ না বললে পরের বছর দুইটা বলতে পারতো। এরকম দুই বছর কোনো শব্দ না বলে, একদিন সে এক রাজকন্যার প্রেমে পড়লো। ভাবল তাকে গিয়ে বলবে, ‘আমার জান।’ পরে ভাবল, সে তাকে ‘আই লাভ ইউ’ বলবে। তাই সে আরও এক বছর অপেক্ষা করলো।


পরে চিন্তা করলো, একসঙ্গে সে বিয়ের জন্যই প্রস্তাব দেবে। এই জন্য সে আরও চার বছর অর্থাৎ মোট সাত বছর পর সেই রাজকন্যার কাছে গেল। গিয়ে বলল-


রাজপুত্র : আমার প্রিয়তমা, তুমি কি আমাকে বিয়ে করবে?

রাজকন্যা কান থেকে ইয়ারফোন খুলে বলল-


রাজকন্যা : সরি, গান শুনছিলাম। কি বলেছেন, শুনতে পাইনি। আর একবার বলবেন প্লিজ?