১৩৭ বছর পর জন্ম নিল কন্যাসন্তান

সাধারন অন্যরকম খবর July 9, 2017 1,132
১৩৭ বছর পর জন্ম নিল কন্যাসন্তান

পরিবারে নতুন সদস্যের আগমনের সম্ভাবনা দেখা দিলেই সবাই আশা করে থাকতেন, এবার বোধহয় ফুটফুটে এক কন্যাসন্তানের মুখ দেখা যাবে। কিন্তু প্রতিবারই নিরাশ হতে হয়েছে। এভাবেই কেটে গেছে ১৩৭ বছর।


অবশেষে ১৩৭ বছরে প্রথমবার কন্যাসন্তান জন্ম নিল মার্কিন যুক্তরাষ্ট্রের সেটলের এক পরিবারে। চার প্রজন্ম পর কন্যাসন্তানের মুখ দেখল সেই পরিবারটি। সদ্যোজাতের নাম রাখা হয়েছে কার্টার লুইস সেটল। তবে এখনও যেন মেয়ের জন্মের খবর বিশ্বাস করতে পারছেন না কার্টেলের বাবা।