১৯৮০-৯০সালঃ
তখনকার মেয়েরা ওড়না দ্বারা মাথা থেকে বক্ষ ঢাকার জন্য ব্যবহার করত, মাথায় কাপড় না থাকলে তাকে খারাপ ভাবত.......
১৯৯০-২০০০সালঃ
ঐ সময় ওড়না মাথায় থেকে নেমে শুধুমাত্র বক্ষ ঢাকার বস্তুতে পরিনত হল....
২০০০-১০সালঃ
এই সময় মেয়েদের ওড়না মাথায় থাকা ধুরে থাক, বক্ষ থেকে উপরে উঠে গলায় স্থান নেয়, তখন কেউ মাথায় কাপড় পড়লে তাকে 'ব্যাকডেইটেড' আখ্যায়িত করা হত.......
২০১৪সালঃ
এখন তো ওড়না গলা থেকে হাতে নেমে এসেছে, শুধু ফ্যাশনের জন্য ব্যবহার করে, অনেকে পড়েও না.......!!!!
২০২০সালঃ
তখন ওড়না হয়ত জাদু ঘরে ও বই পুস্তকে স্থান পাবে...
যেভাবে পোশাক- আশাকে বিবর্তন শুরু হয়েছে তাতে আগামী ২০৫০ সালের চিন্তায় করায় যায় না........!!!!!!
"কাপড় খুলে ফেলার নাম যদি আধুনিকতা হয়,তাহলে পশু- পাখিরা সবচেয়ে বেশি বেশি আধুনিক"
------ডঃ জাকির নায়িক।