টাকার লোভে বাঘের পেটে

ভয়ানক অন্যরকম খবর July 8, 2017 1,830
টাকার লোভে বাঘের পেটে

বাঘ আক্রমণ করলে বা জীবনহানি ঘটলে বিপুল অংকের ক্ষতিপূরণ পাওয়া যায়। আর এ ক্ষতিপূরণের আশায় ভারতের উত্তর প্রদেশে নিজেরাই বাঘের হাতে ধরা দিচ্ছে! এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।


ভারতের উত্তর প্রদেশের পিলিভিট টাইগার রিজার্ভ অঞ্চলের একটি ঘটনা নজর কেড়েছে বহু মানুষের। এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসেই এ বনের পাশে অবস্থিত ছোট্ট গ্রামটিতে বাঘের আক্রমণে মারা গেছে সাতজন বৃদ্ধ। বিষয়টির তদন্ত করতে গিয়ে অভিনব তথ্য নজরে আসে পিলিভিট টাইগার রিজার্ভ (পিটিআর) কর্তৃপক্ষের।


এরপর বেশ কয়েকটি ঘটনা পর্যবেক্ষণ করে পিটিআর কর্তৃপক্ষ বুঝতে পারে ঘটনাগুলো ইচ্ছাকৃতভাবেই ঘটানো হচ্ছে। কারণ হিসেবে তারা বলছেন, বাঘের আক্রমণে কেউ মারা গেলে বন অধিদপ্তরের পক্ষ থেকে লক্ষাধিক টাকা ক্ষতিপূরণ পাওয়া যায়।


তদন্তকারীরা বলছেন, গ্রামের লোকজন এ টাকার লোভে ইচ্ছাকৃতভাবেই বাড়ির বৃদ্ধদের বাঘের খাদ্য হিসেবে বনে পাঠাচ্ছেন। এ ঘটনার সঙ্গে ইচ্ছাকৃতভাবে পরিবারের বৃদ্ধরাও কেউ কেউ জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।