কোন খাবার খেলে আবার অজু করতে হবে?

ইসলামিক শিক্ষা July 7, 2017 1,611
কোন খাবার খেলে আবার অজু করতে হবে?

প্রশ্ন : কোন ধরনের খাবার খেলে সালাতের আগে অজু করে নিতে হয়? শুনেছি, আগুনে রান্না করা খাবার খেলে নাকি সালাতের আগে অজু করতে হয়। এ কথা কি সঠিক?


উত্তর : এ মাসয়ালা নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে। প্রথমে রাসূল (সা.) আগুনে রান্না করা খাবার খেলে অজু করতে নির্দেশ দিয়েছেন। কিন্তু পরবর্তী সময়ে রাসূল (সা.) এটা শিথিল করে দিয়েছেন। সুতরাং এটা খেলে অজু করতে হবে না।


শুধু একটি খাবার খেলে রাসূল (সা.) অজু করতে বলেছেন। সেটি হলো, যদি উটের গোশত কেউ খায়, তাহলে সে অজু করবে। উটের গোশত খাওয়ার পর রাসূল (সা.) অজু করার নির্দেশ দিয়েছেন, এ জন্য আমরা সেখানে অজু করব।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন