শামসু, পল্টু আর সিন্টু মিলে রাতে ছিনতাই করতে গেছে। একে তো শীতকাল, তার উপর রাত ২টা! নির্জন রাস্তায় আবুল মিয়াকে একা পেয়ে-
পল্টু : যা আছে সব দিয়া দে, নইলে মাইরালামু।
আবুল : তোর চাকুরে আমি ডরাই না।
সিন্টু : যা যা আছে সব দিয়া দে, নইলে গুলি কইরা ঝাঁঝরা কইরালামু!
আবুল : দূরে গিয়া মর!
শামসু : যা আছে সব দিয়া দে, নইলে ঠান্ডা পানি মাইরা দিমু!
আবুল : মাপ কইরা দেন বস, এই লন সবই নিয়া যান!