1. ছোট বেলায়* ছেলে ও মেয়ে মিলে মিশে কাপড় দিয়ে কনে বানিয়ে খেলিতাম
2. ছোট বেলায়*ছেলে মেয়ে মিলে মিশে গোল্লাছুট খেলিতাম
3. ছোট বেলায়*নারিকেলের টালির ভাত ও তরকারি রান্না করিতাম
4. ছোট বেলায়*ভাত রান্না করিতাম ধানের তুস দিয়ে
5. ছোট বেলায়*তরকারি রান্না করিতাম গাছের লতা পাতা দিয়ে
6. ছোট বেলায়*পুকুরের সাতার কাটতাম একে এপরকে চুতাম এবং সেই খেলাকে বলা হত লাই লিক খেলা
7. ছোট বেলায়*মাটির মাঝে গর্ত করে মারবেল দিয়ে খেলিতাম
8. ছোট বেলায়* গাছের পাতাকে টাকা বানিয়ে খেলিতাম
9. ছোট বেলায়* সিগারেটের কাগজ দিয়ে খেলিতাম
10. ছোট বেলায়* দৌড় দিয়ে এসে লম্বা লাফ দিতাম
হায়রে সেই ছোট বেলার খেলার সৃতি
যদি ভাল লাগে লাইক দিন ও কমেন্ট করুন