অদ্ভুত রীতিতে ফের কুমিরের সাথে মহাধুমধামে বিয়ে হলো মেক্সিকোর মেয়রের!

সাধারন অন্যরকম খবর July 5, 2017 1,133
অদ্ভুত রীতিতে ফের কুমিরের সাথে মহাধুমধামে বিয়ে হলো মেক্সিকোর মেয়রের!

গল্প-উপন্যাসে হলেও হতে পারে, কিন্তু, বাস্তবিকই কুমিরের সাথে মানুষের বিয়ে হচ্ছে বলে শুনেছেন কখনো? তা-ও নাম মাত্র নয়, রীতিমতো ঘটা করে। ব্যান্ডপার্টি বাজিয়ে, প্রথামাফিক আচার মেনে, সে এক এলাহীকাণ্ড!


হবে না-ই বা কেন? যার বিয়ে, তিনি খুব হেলাফেলার লোক নন। মেয়র বলে কথা। তাই বিয়েতে কিছু স্বতন্ত্র তো থাকবেই।


তা বলে, কুমিরকে বিয়ে! মেয়রের কি আর পাত্রী জুটল না? এ প্রশ্ন উঠতেই পারে। না উঠলে, সেটাই বরং অস্বাভাবিক।


মিডিয়ার নজর কাড়তেই কি কুমিরকে বিয়ে করে চমক দিতে চাইলেন দক্ষিণ মেক্সিকোর ‘ফিশিং টাউন’ বলে খ্যাত সান পেড্রো হুয়ামেলুলার মেয়র ভাসকুয়েজ রোজাস? কিন্তু আসলে তা নয়। এটা মেক্সিকোর মেছো শহরের রেওয়াজ।


এর আগে অদ্ভুত সব খেয়ালি মানুষ বিয়ে করেছেন নিজের পোষা প্রাণীকে। এমনকি রেলস্টেশনকে বিয়ের ঘটনাও ঘটছে।


অদ্ভুত ভাবনার ব্যতিক্রমি সব মানুষ বিভিন্ন নিরীহ প্রানিকে বিয়ে করেছে এমন খবর প্রায়শই জানা গেলেও কুমিরকে বিয়ে করার খবর অন্য কোথাও নয় পৃথিবীর একটি জায়গাতেই হয়।



রাজকুমারী কুমিরের সাথে মেয়রের ধুমধাম করে বিয়ের কিছু খন্ডচিত্র


বছর বছর হিংস্র প্রানী হিসেবে পরিচিত কুমিরকে বিয়ের ঘটনা ঘটে আসছে সেই শহরে। গত বছর মেয়রের পাত্রী ছিলেন মারিয়া ইসাবেল নামের একটি কুমির,আর চলতি বছরে তার কুমির পাত্রীর নাম হলো ‘রাজকুমারী’ ।


অদ্ভুত মনে হলেও সেই কাজটিই করে আসছেন মেক্সিকোর সান পেদ্রো হুয়ামেলুলার মেয়র ভিক্তর আগুইলার। দক্ষিণাঞ্চলে জেলেদের শহর হিসেবে পরিচিত এই শহরটি ।