গানের ফেসবুকীয় ভার্সন

মজার সবকিছু April 18, 2016 1,115

মূল গান: নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা...


ফেসবুকীয় ভার্সন: নীল ফেসবুকের ভেতর আমি অনলাইনে আছি একা!


মূল গান: আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকূল দরিয়ার বুঝি কূল নাই রে...


ফেসবুকীয় ভার্সন: আমায় ট্যাগাইলি রে, আমায় পোকাইলি রে, এই তোর বুঝি আর কাজ নাই রে!


মূল গান: চুমকি চলেছে

একা পথে, সঙ্গী হলে দোষ কী তাতে...


ফেসবুকীয় ভার্সন: চুমকি এসেছে অনলাইনে, চ্যাট করলে দোষ কী তাতে!


মূল গান: তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি! তুমি কি আমার বন্ধু, কাল ভালোবাসোনি...


ফেসবুকীয় ভার্সন: তুমি অনলাইন ছিলে পরশু, কাল কেন আসোনি! তুমি কি আমার বন্ধু, কাল ভালোবাসার ইমো দাওনি!


মূল গান: যা রে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি! যা রে যাবি যদি যা...


ফেসবুকীয় ভার্সন:

যা রে যাবি যদি যা, আনফ্রেন্ড করে দিয়েছি, ব্লক করার ইচ্ছা ছিল, করে দিয়েছি, যা রে যাবি যদি যা!


মূল গান: ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না...


ফেসবুকীয় ভার্সন:ও আমার ফেসবুক ফ্রেন্ড রে, তুমি কেন আমার স্ট্যাটাসে

লাইক দিলা না!