টেনশনের রকমফের

মজার সবকিছু April 18, 2016 1,005

সময় গড়িয়েছে, কিন্তু সন্তানদের নিয়ে মায়েদের টেনশন কমেনি একটুকুও। দেখুন ২০ বছর আগের মায়েদের টেনশন আর আধুনিক মায়েদের টেনশনের রকমফের।


২০ বছর আগের মা : সন্তান দরজা বন্ধ করে পড়ছে। পাঠ্য বই পড়ছে তো, নাকি আউট বই পড়ছে!


আধুনিক মা : দরজা বন্ধ করে পড়াশোনা করছে তো, নাকি ফেসবুক খুলে বসেছে!


২০ বছর আগের মা : ল্যান্ডফোনটা লক করে রাখতে হবে। কে জানে কাকে না কাকে ফোন করে!


আধুনিক মা : সুযোগ বুঝে ওর মোবাইলের কললিস্টটা চেক করতে হবে। কার সঙ্গে না কার সঙ্গে কথা বলে!


২০ বছর আগের মা : শুধু নতুন নতুন জামাকাপড় কেনার বায়না। ভয়েই থাকি কখন যে কোনটা আবদার করে বসে!


আধুনিক মা : ওদের নতুন নতুন গেজেটের আবদার পূরণ করতে করতে আমি শেষ হয়ে গেলাম। ভয়েই থাকি, বাজারে না জানি আবার নতুন কী গেজেট এসেছে!


২০ বছর আগে : ছেলে বাইরে বেরোলে তো অস্থির হয়ে থাকি। কে জানে কার সঙ্গে মিশে আবার সিগারেটে টান দিল না তো!


আধুনিক মা : ছেলে বাইরে যাওয়া মানে হাজারটা টেনশন। ইয়াবাজাতীয় কিছুতে আবার আসক্ত হয়ে পড়ল না তো!


২০ বছর আগের মা : ছেলে বড় হয়েছে, আমার হয়েছে আরেক জ্বালা। কখন কোন মেয়েকে এনে বলবে-এটা আমার বান্ধবী, একে ছাড়া আমি বাঁচব না।


আধুনিক মা : সারাক্ষণ টেনশনে থাকি, কখন না আবার কোন মেয়েকে এনে বলে-এটা আমার বউ। একে ছাড়া আমি বাঁচব না।