শীত আসার লক্ষণ

মজার সবকিছু April 18, 2016 1,087

★ সারা বছর শার্টের বোতাম খোলা রেখে স্টাইল করে শার্ট পরা আপনার অভ্যাস। কিন্তু কখনো যদি দেখেন, শার্টের সব বোতাম তো বটেই, একেবারে কলারের বোতামগুলো পর্যন্ত লাগিয়ে শার্ট পরতে হচ্ছে, তখন বুঝবেন শীত চলে এসেছে!


★ আপনি সিগারেটের ধারেকাছেও যান না। কিন্তু এমন একটা সময়ে দেখলেন যে আপনার মুখ থেকে সিগারেটে টান দেওয়া ছাড়াই ধোঁয়া বের হচ্ছে! তখন বুঝবেন শীত চলে এসেছে।


★ দিনে অন্তত দুইবার গোসল না করলে আপনার ভালোই লাগত না। কিন্তু হঠাৎ করেই যদি দেখেন, আপনার মনে দুই দিনে মাত্র একবার গোসল করার ইচ্ছা জাগা শুরু করছে, তবে বুঝবেন শীত চলে এসেছে।


★ সারা বছর আপনার বুক ফাটে-এটা একেবারেই কমন। কিন্তু যখন দেখবেন, বুক ফাটার পাশাপাশি আপনার ঠোঁট আর হাত-পাও ফাটা শুরু করেছে, তখন নিশ্চিত ধরে নেবেন শীত চলে এসেছে।


★ আপনার আইসক্রিমভক্ত প্রেমিকা হঠাৎ করেই যদি দেখেন, আইসক্রিমের প্রতি অনীহা দেখিয়ে ডেটিংকালে গরম কিছু খাওয়ার আবদার করে, তবে বুঝে নেবেন, শীত চলে এসেছে।