মেয়েরা সবসময় ছোট কাপড় পরে

পাঁচমিশালী কৌতুক July 2, 2017 1,387
মেয়েরা সবসময় ছোট কাপড় পরে

এক শীতের রাতে দু’টি মশা ফোনে কথা বলছে-


১ম মশা : মামা কী খবর?


২য় মশা : মামা ভালো না রে। শীত তো পড়ে গেল। মানুষগুলো সারাদিন কাপড় দিয়ে নিজেকে ঢেকে রাখে। কামড়ানোর সুযোগ দেয় না।


১ম মশা : তবে যাই হোক মামা, আমার দিনকাল ভালোই কাটে। আফ্রিকায় মেয়েরা সবসময় ছোট কাপড় পরে। মন চাইলেই কামড় বসাই।


২য় মশা : ভালো তো। জানিস মামা, যদিও চান্স পাই দিনের বেলা কিন্তু লাভ হয় না। আমি যে ড্রেনে থাকি তার পাশের বাড়ির ছেলেটা দিন-রাত বিড়ি ফুকে। ওই বাড়িতে তো যেতেই পারি না। গেলেই তো মরে যাবো।


১ম মশা : আরে মামা আমারও তো একই কাহিনি। একবার এক বিড়িখোর ছেলেকে কামড় দিয়েছিলাম। এ তো দেখি পুরোই নিকোটিনযুক্ত রক্ত। মরতে মরতে বেঁচে গেছি। তাই তো রাগে-ক্ষোভে দেশটাই ছাড়তে বাধ্য হলাম।