
ছোটবেলার সেরা ১৩ টি ধারনা:
১) পৃথিবীতে দুইটা দেশ আছে বাংলাদেশ আর বিদেশ।
২) বিয়ে করলে বাচ্চা হয় নাইলে হয় না।
৩) সাড়ে বারোটার পর বাজে সাড়ে একটা, সাড়ে একটার পর সাড়ে দুইটা।
৪) কারো মাথার সাথে যদি নিজের মাথা একটা গুঁতা খায় তাইলে শিং ওঠে, দুইটা খাইলে আর ওঠে না।
৫) কোন ফলের বিচি খাইয়া ফেললে পেটের মধ্যে সেই ফলের গাছ হয়।
৬) সিনেমার মধ্যে নায়ক নায়িকারা নিজের গলায় গান গায়।
৭) "আই লাভ ইউ" খুব খারাপ একটা শব্দ, একেবারে অশ্লীল।
৮) টিভির পেছনে উকি দিলে ভেতরে মানুষ দেখা যাবে ।
৯) যে যত ভালো ছাত্র তার রোল তত কম আর যত খারাপ তত বেশি... এইটা কেমন সিস্টেম?
১০) সিনেমার গানের মধ্যে নায়ক নায়িকা এত তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে কেমনে? নিশ্চয়ই একটার উপর আরেকটা পরে থাকে, হুট করে উপরেরটা খুলে ফেলে দেয় কোনো সময়৷
১১) এক গালে থাপ্পর দিলে অন্য গালেও দিতে হবে নাইলে বিয়ে হবে না !
১২) আপনি উঠানে শুয়ে থাকলে উপর দিয়ে পাখি উরে গেলে আপনি আর বড়ো হবেন না।
১৩) আপনি শুয়ে থাকলে উপর দিয়ে কেউ আপনাকে ডিঙিয়ে গেলে আপনার অসুখ করবে তাই তাকে আর এক বার চোখ বন্ধ করে ডিঙিয়ে আসতে হবে।









