☆ ভ্যালেন্টাইন্স ডে-তে প্রেমিকের দুই-দুইবার হার্ট অ্যাটাক। কারণ সে প্রেমিকার কাছ থেকে দু-দুটো এসএমএস পেয়েছে।
প্রথম এসএমএস : আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
দ্বিতীয় এসএমএস : সরি, সরি। আগের এসএমএসটা তোমার জন্য ছিল না।
☆ কিভাবে বুঝবেন আপনি তাকে ভালোবেসে ফেলেছেন?
নিজেকে প্রশ্ন করুন, তার পেছনে টাকাপয়সা ও সময় নষ্ট করতে আপনার খারাপ লাগবে কি না।
যদি উত্তরটা হয় ‘খারাপ লাগবে না’, তাহলে আপনি তাকে ভালোবেসে ফেলেছেন।
☆ ভ্যালেন্টাইন্স ডে-তে মেয়ে মাকে গিয়ে বলল, ‘মা জানো, আজ আমি আমার জীবনে এমন একজনকে খুঁজে পেয়েছি যে ঠিক বাবার মতো।’
মা বলল, ‘তাহলে তোমার প্রতি করুণা দেখানো ছাড়া আমার আর কিছু বলার নেই।’
☆ ভ্যালেন্টাইন্স ডে-তে একটা মেয়ে ছেলেকে ফোন করে বলল, ‘জলদি বাসায় আসো। বাসায় কেউ নেই।’
ছেলেটা মেয়েটার বাসায় গেল। দেখল, আসলেই বাসায় কেউ নেই, মেয়েটাও।