একজন আদর্শ মাইয়া মানুষ যদি ফেসবুকে প্রথম ID খুলে তখন তার Photo upload আর About এ লিখালেখি নিম্নের কিছু ধারাবাহিক নিয়ম অনুযায়ী চলে ……………
…
……
………
প্রথমে Photo upload দিয়েই শুরু করি ,
.
১) ID খুলেই সবার আগে বারবি ডলের pic pro pic করবে !
২) তারপর থেকে নিয়মিত কার্টুনের পিক upload দেওয়া শুরু হয়ে যাবে !
৩) মাঝে মাঝে Love is wow type এর pic দিয়ে wall ভরিয়ে ফেলবে !
৪) যখন সে খেয়াল করবে ২-১ একজন তার id র উপ্রে ক্র্যাশ তখন সে তার চোখের একটা pic pro pic হিসেবে upload করবে !
৫) আর যখন সে নিজে থেকে কারো উপ্রে ক্র্যাশড হবে তখন সে নিজের একটা ছবি (এখনকার যুগে ছবিকে ছ্যালফি বলা হয় so বুঝতে ভূল কইরেন না ) pro pic করে only me করে রাখবে !
৬) আস্তে আস্তে যখন সে বোঝা শিখবে তখন সে প্রতিদিন সোয়া কোটি pic public করে upload দিবে আর তার pic এর comments
এর জবাব "tnx @all" লিখে দিবে ! আর ইহা চলিতেই থাকিবে ……………………………
.
এইবার আসি About নিয়ে
.
৬০% মাইয়াপান about এ লিখে "I am simple girl" ৩০% মাইপান about এ লিখে "আমি অনেক দুষ্টু ও পাঁজি but অনেকে রাগি !"
.
আর বাঁকি ১০% মাইয়াপান তাদের নাড়ি নক্ষত্র about এ show করায় ! এমন ভাব যে তাদের বিয়ে fb id থেকে information নিয়েই হবে !
.
বি:দ্র: ইহা সম্পূর্ন কাল্পনিক ! কোন মাইয়াপানের সাথে যদি মিলে যায় তাহলে আমি বা জাতী দায়ী নহে !